Syed Anas Pasha

Syed Anas Pasha

Banglanews24.com:::::::ইউরোপের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক: মধ্যবর্তী নির্বাচনের পক্ষে প্রবাসীদের সংগঠিত করার নির্দেশ খালেদার

লন্ডন: মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের যৌক্তিকতা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানোর উদ্যোগ নিতে ইউরোপীয় দেশুগুলোর দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ দাবির পক্ষে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।  আর এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিগত চার দলীয় জোট সরকারের আমলে গড়ে ওঠা সম্পর্ক ও ইতিবাচক ভাবমূর্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিএনপি প্রধান।

খালেদা জিয়া গত মঙ্গলবার কেন্দ্রীয় লন্ডনের হোটেল গ্রোজভেনর হাউসে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতাদের সাথে এক বৈঠক মধ্যবর্তী নির্বাচনের যৌক্তিকতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার হওয়ার এই তাগিদ দেন।

বৈঠকে ইউরোপের আটটি দেশের বিএনপি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম, সুইডেন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কচি, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, ফ্রান্স বিএনপির আহবায়ক আহসানুল হক ভুলু, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন মোমেন ও মমতাজ আলী, স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক রাব্বির হাসান, ডেনমার্ক বিএনপির কাজী মুনির আহমদ ও আহমদুল হক, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভূঁইয়া এবং ইতালী বিএনপির সভাপতি মেজবাউল ইসলাম বাবু ও শাহ মো. সাইফুর রহমান।

বৈঠক সূত্রের খবর অনুযায়ী- তাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা দলের সম্পদ। দলের বিভিন্ন দুর্যোগ-দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের মত প্রবাসে বসবাসরত বিএনপি কর্মীরাও স্মরণীয় ভূমিকা রেখেছেন।’

সর্বাবস্থায় দলের ঐক্য ও শৃংখলা বজায় রাখার আহবান জানিয়ে ইউরোপীয় বিএনপি নেতাদের তিনি বলেন, ‘অতীতে অনেক বড় বড় নেতা নিজেদের স্বার্থে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু লাভ হয়নি তাদের। আজ তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।’

বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত ওইসব রাজনীতিক অবশ্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দলের নেতাকর্মীদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, যা ভবিষ্যতে দল পরিচালনায় সহায়ক হবে।’

সাবেক প্রধানমন্ত্রী তার শাসনামলের উন্নয়নের রাজনীতি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মান এনে দিয়েছিলো উল্লেখ করে বলেন, ‘এই সম্মান আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। আর এক্ষেত্রে প্রবাসে বসবাসরত বিএনপি কর্মীরা বিশেষ ভূমিকা রাখতে পারে।’

মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির বর্তমান আন্দোলনে প্রবাসীদের সমর্থন কামনা করে তিনি বলেন, ‘মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই সরকারের সম্মানজনক বিদায়ের আর কোন বিকল্প নেই।’

এ আন্দোলনের পক্ষে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করতে ইউরোপীয় বিএনপি নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি।

এদিকে, মঙ্গলবারই ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার।

হাউস অফ কমন্সে অনুষ্ঠিত এই সাক্ষাৎ পর্বে দুই সাবেক প্রধানমন্ত্রী দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার বিকেলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়রের দেওয়া এক সংবর্ধনায়ও বক্তৃতা করেন খালেদা জিয়া।

বক্তৃতায় বাংলাদেশের নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপর সরকারের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী যে কত হিংসাপরায়ণ ড. ইউনূসের সাথে আচরণ তার প্রমান।’

বাংলাদেশ সময় ১৯৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১১
Link To Article

0 comments:

Post a Comment

Popular Posts