হিযবুতকে নিষিদ্ধ করতে পর্যালোচনা করছে ব্রিটেন
সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলেস্টার বার্ট, জেমস ব্রোকেনশায়ার এবং জিম ফিটজপেট্রিক। |
লন্ডন: বাংলাদেশের গণতন্ত্র আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে দৃঢ় সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছে ব্রিটেন। সম্প্রতি বাংলাদেশের সরকার উৎখাতে ব্যর্থ ক্যু প্রচেষ্টার খবর সম্পর্কে ব্রিটেনের মনোভাব কি, বিরোধী দল লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী জিম ফিটজপেট্রিকের এমন এক প্রশ্নের জবাবে ফরেন অ্যান্ড কমেনওয়েলথ অফিস মিনিস্টার আলেস্টার বার্ট বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি ব্রিটেনের এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ফরেন অফিস মিনিস্টার বলেন, ‘ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি প্রকাশিত সরকার উৎখাতের এই ব্যর্থ ক্যু সম্পর্কে কথা বলতে গিয়ে ইতোমধ্যেই দেশটির গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি ব্রিটেনের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে বাংলাদেশ সরকারকে।’
আলেস্টার বলেন, ‘ব্রিটেন অসাংবিধানিক পন্থায় জোর করে ক্ষমতা গ্রহণের কোনো চেষ্টাকে সমর্থন করে না এবং এ ধরনের অপচেষ্টাকে ক্ষমার চোখেও দেখে না।’
তিনি বলেন, ‘ইতিবাচক সংলাপ, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান বাংলাদেশে সুষ্ঠু ও টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে, এমনই মনে করে ব্রিটেন।’
বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থ ক্যু সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্রিটিশ ফরেন অফিসও এর আগে একই মন্তব্য করেছিল।
এদিকে বাংলাদেশে নিষিদ্ধ অথচ ব্রিটেনে সক্রিয় মৌলবাদী সংগঠন হিযবুত তাহরিরকে নিষিদ্ধ না করার বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা হোম অফিসের আছে কি না, জিম ফিটজপেট্রিকের এমন আরেক প্রশ্নের জবাবে হোম অফিস মিনিস্টার জেমস ব্রোকেনশায়ার জানান হিযবুত তাহরির সম্পর্কে ব্রিটিশ সরকার যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে এবং এই মৌলবাদী সংগঠনটির কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়টি এখনও সরকারের পর্যালোচনাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি পার্লামেন্ট ভবন এলাকার পর্টকিউলিস হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির ব্রিটেনের সাবেক ফার্মিং অ্যান্ড এনভায়রমেন্ট মন্ত্রী ও লেবার দলীয় এমপি জিম ফিটজপেট্রিকের কাছে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে মৌলবাদী চরমপন্থী সংগঠনগুলোর পারষ্পরিক যোগসূত্রের বিষয়টি তুলে ধরেন। শাহরিয়ার কবির সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সাথে হিযবুত
তাহরিরের জড়িত থাকার সন্দেহের কথা উল্লেখ করে জিম ফিটজপ্রেট্রিকের কাছে জানতে চান, বাংলাদেশে নিষিদ্ধ এই মৌলবাদী সংগঠনটিকে ব্রিটেনে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের আছে কি না?
বৈঠকে শাহরিয়ার কবির বাংলাদেশে নিষিদ্ধ অথচ ব্রিটেনে স্বীকৃত ইসলামিক চরমপন্থি সংগঠন হিযবুত তাহরিরের ব্রিটেন-বাংলাদেশ কানেকশন বিষয়টি লেবার পার্টির নেতা সাবেক এই মন্ত্রীর কাছে তুলে ধরলে জিম ফিটজপ্রেট্রিক বিষয়টি নিয়ে ব্রিটেনের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে তাকে আশ্বাস
ফরেন অফিস মিনিস্টার বলেন, ‘ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি প্রকাশিত সরকার উৎখাতের এই ব্যর্থ ক্যু সম্পর্কে কথা বলতে গিয়ে ইতোমধ্যেই দেশটির গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি ব্রিটেনের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে বাংলাদেশ সরকারকে।’
আলেস্টার বলেন, ‘ব্রিটেন অসাংবিধানিক পন্থায় জোর করে ক্ষমতা গ্রহণের কোনো চেষ্টাকে সমর্থন করে না এবং এ ধরনের অপচেষ্টাকে ক্ষমার চোখেও দেখে না।’
তিনি বলেন, ‘ইতিবাচক সংলাপ, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান বাংলাদেশে সুষ্ঠু ও টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারে, এমনই মনে করে ব্রিটেন।’
বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থ ক্যু সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্রিটিশ ফরেন অফিসও এর আগে একই মন্তব্য করেছিল।
এদিকে বাংলাদেশে নিষিদ্ধ অথচ ব্রিটেনে সক্রিয় মৌলবাদী সংগঠন হিযবুত তাহরিরকে নিষিদ্ধ না করার বর্তমান সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা হোম অফিসের আছে কি না, জিম ফিটজপেট্রিকের এমন আরেক প্রশ্নের জবাবে হোম অফিস মিনিস্টার জেমস ব্রোকেনশায়ার জানান হিযবুত তাহরির সম্পর্কে ব্রিটিশ সরকার যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে এবং এই মৌলবাদী সংগঠনটির কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়টি এখনও সরকারের পর্যালোচনাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি পার্লামেন্ট ভবন এলাকার পর্টকিউলিস হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির ব্রিটেনের সাবেক ফার্মিং অ্যান্ড এনভায়রমেন্ট মন্ত্রী ও লেবার দলীয় এমপি জিম ফিটজপেট্রিকের কাছে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে মৌলবাদী চরমপন্থী সংগঠনগুলোর পারষ্পরিক যোগসূত্রের বিষয়টি তুলে ধরেন। শাহরিয়ার কবির সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক সরকার উৎখাতে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সাথে হিযবুত
তাহরিরের জড়িত থাকার সন্দেহের কথা উল্লেখ করে জিম ফিটজপ্রেট্রিকের কাছে জানতে চান, বাংলাদেশে নিষিদ্ধ এই মৌলবাদী সংগঠনটিকে ব্রিটেনে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের আছে কি না?
বৈঠকে শাহরিয়ার কবির বাংলাদেশে নিষিদ্ধ অথচ ব্রিটেনে স্বীকৃত ইসলামিক চরমপন্থি সংগঠন হিযবুত তাহরিরের ব্রিটেন-বাংলাদেশ কানেকশন বিষয়টি লেবার পার্টির নেতা সাবেক এই মন্ত্রীর কাছে তুলে ধরলে জিম ফিটজপ্রেট্রিক বিষয়টি নিয়ে ব্রিটেনের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে তাকে আশ্বাস
দিয়েছিলেন। হিযবুত তাহরিরের ব্রিটেন শাখার সাথে বাংলাদেশের হিযবুত তাহরিরের কানেকশনের কথা উল্লেখ করে শাহরিয়ার কবির তাকে বলেছিলেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের লক্ষ্যে সাম্প্রতিক ব্যর্থ ক্যু প্রচেষ্টার নেপথ্যে ব্রিটেনের হিযবুত তাহরিরের ইন্ধন রয়েছে, এমনই সন্দেহ করে বাংলাদেশ। বাংলাদেশের এই সন্দেহের বিষয়টি ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দিতে তিনি ওই বৈঠকে সাবেক এই ব্রিটিশ মন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন।
জবাবে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, বিষয়টি তিনি ব্রিটিশ সরকারের উচ্চ পর্যয়ে তুলবেন। এ বিষয়ে ব্রিটিশ হোম অফিসের পরিকল্পনাও তিনি জানতে চাইবেন তার দেশের সরকারের কাছে।
শাহরিয়ার কবিরের সাথে বৈঠকের ঐদিনই জিম ফিটজ পেট্রিক বাংলাদেশের ব্যর্থ ক্যু প্রচেষ্টা সম্পর্কে ব্রিটেনের মনোভাব এবং হিযবুত তাহরিরে নিষিদ্ধ করার বিষয়ে তার সরকারের বর্তমান পরিকল্পনা বিষয়ে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস ও হোম অফিসের কাছে দুটো প্রশ্ন জেমা দেন। গত শুক্রবার পার্লামেন্টে পৃথকভাবে দেওয়া এই দুটো প্রশ্নের জবাবে হোম অফিস ও ফরেন অফিস মিনিস্টার উপরোক্ত মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২
জবাবে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, বিষয়টি তিনি ব্রিটিশ সরকারের উচ্চ পর্যয়ে তুলবেন। এ বিষয়ে ব্রিটিশ হোম অফিসের পরিকল্পনাও তিনি জানতে চাইবেন তার দেশের সরকারের কাছে।
শাহরিয়ার কবিরের সাথে বৈঠকের ঐদিনই জিম ফিটজ পেট্রিক বাংলাদেশের ব্যর্থ ক্যু প্রচেষ্টা সম্পর্কে ব্রিটেনের মনোভাব এবং হিযবুত তাহরিরে নিষিদ্ধ করার বিষয়ে তার সরকারের বর্তমান পরিকল্পনা বিষয়ে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস ও হোম অফিসের কাছে দুটো প্রশ্ন জেমা দেন। গত শুক্রবার পার্লামেন্টে পৃথকভাবে দেওয়া এই দুটো প্রশ্নের জবাবে হোম অফিস ও ফরেন অফিস মিনিস্টার উপরোক্ত মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২
0 comments:
Post a Comment