লন্ডন শহীদ মিনারে জনতা-জামায়াত মুখোমুখি
সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পুলিশ জনতা ও জামায়াতের অবস্থানস্থলের মাঝে ব্যারিকেড দিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জামায়াত-শিবিরের উগ্র সমর্থকরা দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে তাদের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে শহীদ মিনারের অদূরে অবস্থান নিয়ে আছেন। তারা শহীদ মিনার দখলসহ জনতাকে নানা রকম হুমকি দিচ্ছেন। তবে সমবেত জনতাও তাদের প্রতিরোধে প্রস্তুত রয়েছেন। জাতীয় পতাকা হাতে চেতনায় বলীয়ান প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশে জামায়াত-শিবির প্রতিরোধে যেভাবে যোদ্ধা-জনতা ঐক্যবদ্ধ হয়েছেন, যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, লন্ডনেও তার প্রতিফলন ঘটছে। জামায়াতকে বিতাড়িত করা হবে প্রবাসেও।
পুলিশ উভয়পক্ষের মধ্যে ব্যারিকেড দিয়ে রাখলেও এ নিয়ে সেখানে চরম উত্তেজনা চলছে। সংঘর্ষের আশঙ্কাও রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৩
Link to Article
0 comments:
Post a Comment