Syed Anas Pasha

Syed Anas Pasha

জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ


সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে লন্ডনে শহীদ মিনারে বিক্ষোভ
লন্ডন: যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় জামায়াত-শিবিরের তাণ্ডব ও ব্যাপক হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্রিটেন প্রবাসীরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ৩৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সাপোর্ট ফোরাম’-এর উদ্যোগে পূর্ব লন্ডনের বাংলাটাউন এলাকায় এক বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন তারা।

সমাবেশে সাঈদীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ জানানো হয়।

বক্তারা বলেন, বাঙালির কলঙ্ক মোচনের যাত্রা শুরু হয়েছে। একাত্তরের নরঘাতক ‘দেইল্লা রাজাকার’-এর ফাঁসির রায়ের মাধ্যমে বাঙালি আবারও প্রমাণ করেছে, বাঙালিরা সব কিছু পারে।

রায় পরবর্তী সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, জামায়াত তাদের একাত্তরের চেহারায় আবারও ফিরে গেছে। চলমান দ্বিতীয় মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমেই তাদের এ চেহারা চিরতরে নির্মূল করতে হবে।

তারা বলেন, প্রতিটি যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্ম থাকবে ব্রিটেন প্রবাসীরা।

দেশব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী জামায়াত-শিবিরের গুণ্ডাদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়ার আহবান জানান তারা।

তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাসদ, সিপিবি, বাসদ, ন্যাপ, উদীচী, প্রজন্ম-৭১, মুক্তিযোদ্ধা সংসদ, আইসিএসএফ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সাঈদীর রায়কে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য ১৮ দলীয় জোট।

বিক্ষোভে বক্তারা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘ইসলামী আন্দোলনের সূর্য সৈনিক’ আখ্যায়িত করে বলেন, ‘ইসলাম প্রচার’ বাধাগ্রস্ত করতেই বর্তমান সরকার ষড়যন্ত্রমূলকভাবে সাঈদীকে ফাঁসিতে ঝোলানোর অপচেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
link to article

0 comments:

Post a Comment

Popular Posts